
ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবী রেল ক্রসিংয়ের সামনে শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে একটি পরিবহন বাসের সঙ্গে থ্রি-হুইলার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী নুরুন্নাহ বেগম (৫৫), তার মেয়ে রিমু বেগম (৩৫) ও নাতি রায়হান (৩)। এছাড়া পরিচয় অজ্ঞাত এক বৃদ্ধ (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, কুয়াকাটা থেকে ঝিনাইদহগামী নিউ মর্ডান পরিবহনের বাসটি কৈডুবী রেল ক্রসিংয়ে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা পূর্ব সদরদীমুখী থ্রি-হুইলার ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে আমরা চারজনের লাশ উদ্ধার করি এবং আহত চারজনকে হাসপাতালে পাঠাই।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে। আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply