ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা ৩৫ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে পৌঁছেছে। দুটি জাহাজ এই চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।
সোমবার (১৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল এবং জিটুজি (সরকার থেকে সরকার) চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে। এটি ভিয়েতনামের চালের দ্বিতীয় চালান। এর আগে, প্রথম চালানে ১৭ হাজার ৮০০ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছিল।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করছে। নিয়মিতভাবে বিভিন্ন দেশ থেকে চালের চালান দেশে আসছে।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে সরকারি ও বেসরকারিভাবে মোট ৬ লাখ ২২ হাজার টন চাল আমদানি হয়েছে। এর মধ্যে সরকার আমদানি করেছে ৩ লাখ ৪০ হাজার টন, আর বেসরকারি আমদানিকারকরা এনেছেন ২ লাখ ৮২ হাজার টন।
ভিয়েতনামের সঙ্গে জিটুজি চুক্তির আওতায় মোট এক লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার ৮০০ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
উল্লেখ্য, গত শনিবার পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ফলে তিন দিনে মোট ৬১ হাজার টন চাল আমদানি হলো।