1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

মাদারীপুরে শাটডাউন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, ঢাকা–বরিশাল মহাসড়কে চলাচল ব্যাহত

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রোববার (১৬ নভেম্বর) ভোর থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে এবং মহাসড়কের আরও কয়েকটি স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে সোমবার শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। রায়টি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, ঢাকা–বরিশাল মহাসড়কের ডাসার ও কালকিনি অংশজুড়ে সাত–আটটি স্থানে গাছ কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, “ঘটনাস্থল ঘুরে চারটি ককটেলের অবশিষ্টাংশ পেয়েছি, তবে বিক্ষোভকারীদের সরাসরি উপস্থিতি দেখতে পাইনি।”

ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে গাছ অপসারণ এবং নাশকতা মোকাবিলায় উদ্ধারকাজ শুরু করে। ডাসারের অংশে গাছ অপসারণ সম্পন্ন হয়েছে জানিয়ে ওসি বলেন, কালকিনির অংশে বড় গাছ থাকায় কিছুটা সময় লাগছে। দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!