
অন্তর্বর্তী সরকার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে আবারও ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে। রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, চিঠিটি শুক্রবার পাঠানো হয়েছে।
চিঠি পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরশু দিন দেওয়া হয়েছে।”
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় দেন। রায়ে শেখ হাসিনা ও 당시 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর ৫ অগাস্ট থেকে শেখ হাসিনা ও কামাল ভারতে অবস্থান করছেন।
রায়ের দিনই পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভারতের প্রতি আহ্বান জানায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে ফেরত দেওয়ার জন্য। সেই সময় সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, “মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে প্রত্যর্পণের জন্য আমরা চিঠি দিচ্ছি। যেহেতু তাঁরা দোষী সাব্যস্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত, ভারতের উপর বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার।”
আইন উপদেষ্টার এ বক্তব্যের পরের দিনই চিঠি পাঠানো হয়। এর আগে অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচারকাজের শুরুতে ভারতকে চিঠি পাঠিয়েছিল। তবে বিচারকাজ শেষে রায় ঘোষণার পরেও ভারত সরকার চিঠির কোনো জবাব দেয়নি। ঢাকার পাঠানো চিঠি সম্পর্কে গত মাসে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, আইনি বিষয়গুলো দিল্লি পর্যালোচনা করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply