1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,২০০ জনে। দেশটির ক্ষমতাসীন সামরিক সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল উদ্ধার তৎপরতা শুরুর পর রাজধানী নেইপিদো, মান্দালয়, সাগাইংসহ বিভিন্ন শহর ও গ্রামের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১,২০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২,৩৭৬ জনকে, আর এখনো নিখোঁজ রয়েছেন ৩০ জন।

ভয়াবহ এই ভূমিকম্পের কম্পন মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ড, দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে থাইল্যান্ড। দেশটির রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়েছে, যেখানে এখনো শতাধিক মানুষ নিখোঁজ। এখন পর্যন্ত সেখানে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যারা সবাই ভবন ধসের কারণে প্রাণ হারিয়েছেন।

এদিকে, ভূমিকম্প বিধ্বস্ত নেইপিদো, সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, বাগো ও পূর্ব শান—এই ছয়টি প্রদেশ ও অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট