1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ভয়াবহ হামলা, নিহত ৫০৬

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ভয়াবহ হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ৫০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২০০ শিশু। আহত হয়েছেন ৯০০-এর বেশি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৪৯,৬১৭ ফিলিস্তিনি নিহত এবং ১,১২,৯৫০ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস দাবি করেছে, নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছেন।

এদিকে গাজায় নতুন করে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। তেল আবিব দাবি করেছে, এটি ফিলিস্তিনিদের জন্য ‘শেষ সতর্কবার্তা’, যাতে জিম্মিদের ফেরত দেওয়া ও হামাসকে ক্ষমতা থেকে সরানোর জন্য চাপ সৃষ্টি করা হয়।

যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিরা আবারও ধ্বংসস্তূপের নিচে প্রিয়জনদের মরদেহ খুঁজতে বাধ্য হচ্ছেন। উত্তর গাজা থেকে অনেক পরিবার পালিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক ভিডিও বার্তায় ফিলিস্তিনিদের ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন, যাতে তারা হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য দেশে চলে যাওয়ার সুযোগ পায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!