
রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে টানা ২৭ ঘণ্টা অভিযান চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা গর্তে ৪২ ফুট গভীর পর্যন্ত ক্যামেরা নামিয়ে অনুসন্ধান চালালেও মাটি ও খড় ধসে পড়ায় শিশুটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার পর ফায়ার সার্ভিস জানায়, এখন বড় পরিসরে মাটি খননের মাধ্যমে সুড়ঙ্গ তৈরি করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এতে আরও সময় লাগতে পারে। উদ্ধারকারীরা শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধারের লক্ষ্যে সতর্কতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট অংশ নিয়েছে। তিনটি এক্সক্যাভেটর দিয়ে আশপাশের মাটি সরানো হচ্ছে। তবে পানি ও কাদার কারণে উদ্ধারকারীরা অতিরিক্ত বাধার মুখে পড়ছেন।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তানোরের পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপ খননের জন্য তৈরি করা গভীর গর্তে পড়ে যায় সাজিদ। সে ওই গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।
রাতভর কয়েক দফা ক্যামেরা দিয়ে অনুসন্ধানে সফলতা না পাওয়ায় এখন মাটি খননই একমাত্র কার্যকর বিকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম জানান, ৪২ ফুট গভীরতাতেও শিশুটিকে পাওয়া যায়নি, তাই চারপাশের মাটি সরিয়েই মূল গর্তে পৌঁছানোর চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply