
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথা অনুযায়ী আজ বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করবেন কমিশনের সদস্যরা।
একই দিনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সিইসির জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে, যেখানে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন এবং তফসিল ঘোষণার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কেবল সময়ের অপেক্ষা। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে এবং পরে তা প্রচারিত হবে।
আরেক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা সর্বোচ্চ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।
এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কারাবন্দীরা আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি, কোনো রাজনৈতিক দল জোটবদ্ধ হলেও নিজেদের নির্ধারিত প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে অংশগ্রহণের সুযোগ থাকবে না।
হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৩ কোটি নাগরিক। দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন—এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ হাজার ২৩৪ জন।
ভোটারদের জন্য নির্বাচন কমিশন ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করেছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি—যার মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। একই দিনে দুই ধরনের নির্বাচন হওয়ায় ভোটের গোপন কক্ষের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply