1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব জব্দ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি ও তিন মেয়ের ১৬৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৬ কোটি ২৫ লাখ টাকা রয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, নাঈমুল ইসলাম খান অবৈধ উপায়ে আয় করা অর্থ স্ত্রী ও মেয়েদের নামে ব্যাংকে জমা রাখেন। এসব হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা ছিল, যার মধ্যে ৩৭৯ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

এর আগে, ২৫ ফেব্রুয়ারি একই আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট