ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি ও তিন মেয়ের ১৬৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৬ কোটি ২৫ লাখ টাকা রয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, নাঈমুল ইসলাম খান অবৈধ উপায়ে আয় করা অর্থ স্ত্রী ও মেয়েদের নামে ব্যাংকে জমা রাখেন। এসব হিসাবে ৩৮৬ কোটি টাকা জমা ছিল, যার মধ্যে ৩৭৯ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি একই আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।