1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শ্রীপুরে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে। শনিবার রাত ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, রাতের সময় নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতরে অবস্থান করছিলেন। রাত ২টার দিকে কয়েকজন ব্যাংকের প্রধান ফটক খোলার চেষ্টা করলে তিনি বিকট শব্দ শুনতে পান এবং ৭–৮ জনকে দৌড়ে পালাতে দেখতে পেয়ে সন্দেহ হয়। এর কিছুক্ষণ পর তারা তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। একটি ব্যাংকের সীমানার ভেতরে পড়ে সাইনবোর্ডের অংশ পুড়ে যায়। এ ঘটনার পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার ঘোষিত শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রায়টি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

স্থানীয়রা জানান, রাতের বিস্ফোরণের শব্দে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং আশপাশে পেট্রলের তীব্র গন্ধ পান।

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, “ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি, তবে বাইরের সাইনবোর্ডের একটি অংশ পুড়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, পুলিশের টহল থাকায় হামলাকারীরা বড় ধরনের ক্ষতি করতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!