
চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে রেললাইনের ওপর গাছ পড়ে থাকার খবর পেয়ে রেলের নিরাপত্তাকর্মীরা দ্রুত তা সরিয়ে ফেলেন। এতে ট্রেন চলাচলে কোনো দুর্ঘটনা বা বিঘ্ন ঘটেনি।
রেলওয়ে কর্মকর্তারা জানান, সাতকানিয়া রেলস্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে ঢেমশা ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের ওপর গাছের ডাল ছড়িয়ে–ছিটিয়ে রাখে দুর্বৃত্তরা। সকাল ৬টার দিকে বিষয়টি নজরে আসার পর নিরাপত্তাকর্মীরা ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণ করেন।
সোমবার ঘোষিত শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটে। রায়টি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
তদন্তে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস সাতকানিয়া স্টেশন অতিক্রম করে। এর পর থেকে ভোর ৬টার মধ্যে রেললাইনে গাছ ফেলার ঘটনা ঘটে। ভোর সাড়ে ৫টায় ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’-এর সাতকানিয়া অতিক্রম করার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে ট্রেনটি সকাল ৭টায় স্টেশন পার হয়। দ্রুত গাছ সরিয়ে নেওয়ায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মং ইউ মারমা বলেন, “রেললাইন এখন সম্পূর্ণ স্বাভাবিক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply