1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

‘সামনের নির্বাচন বড় পরীক্ষা’ — সতর্ক করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সামনের জাতীয় সংসদ নির্বাচনকে দেশের জন্য বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, “সব কিছুর ভিত্তি হলো আইনশৃঙ্খলা। এটি ভালো না থাকলে কিছুই অর্জন করা যাবে না। আমরা জানি, এ নিয়ে কঠিন সময় গেছে। আশার কথা—পুলিশ শেষ পর্যন্ত তাদের অবস্থান সংহত করতে পেরেছে।”

শনিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “যেসব প্রার্থীর হারার সম্ভাবনা বেশি, তারা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “গণ্ডগোলের চেষ্টা হতে পারে—সেটা মাথায় রেখেই যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বৈঠক করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও অত্যন্ত সজাগ রয়েছে।”

সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করি, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদের কাছে বুঝিয়ে দিতে পারব।”

এসময় উত্তরবঙ্গে বৈদেশিক কর্মসংস্থানের নিম্নমুখী হার নিয়েও কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিদেশি নিয়োগদাতারা যদি শ্রমিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে চান, বাংলাদেশ তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র উন্মুক্ত করে দেবে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মহানগর উপ-পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!