1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

২০ জন শ্রমিক হলেই ট্রেড ইউনিয়ন গঠনের আবেদন করা যাবে: নতুন শ্রম আইন সংশোধনী গেজেট প্রকাশ

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

শ্রম আইনের নতুন সংশোধনী অনুযায়ী এখন থেকে মাত্র ২০ জন শ্রমিক একত্রিত হলেই ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যাবে। সোমবার (১৭ নভেম্বর) সরকারের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ সংক্রান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে।

গেজেট অনুযায়ী—

  • কোনো প্রতিষ্ঠানে কর্মরত ন্যূনতম ২০ জন শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠনের জন্য আবেদন করতে পারবেন।

  • শ্রমিক সংখ্যা ২০–৩০০ জন হলে আবেদনকারীর সংখ্যা হবে ২০ জন-ই।

  • ৩০১–৫০০ জন হলে ৪০ জন,

  • ৫০১–১৫০০ জন হলে ১০০ জন,

  • ১৫০১–৩০০০ জন হলে ৩০০ জন,

  • ৩০০১ জনের বেশি হলে ৪০০ জন শ্রমিক আবেদন করতে পারবেন।

নিরাপত্তা সংক্রান্ত নতুন বিধান

অধ্যাদেশে আরও বলা হয়েছে—

  • কোনো প্রতিষ্ঠান এমনভাবে কাজ, উৎপাদন প্রক্রিয়া বা পণ্য সংরক্ষণ করতে পারবে না, যা শ্রমিকের শারীরিক ক্ষতির সম্ভাবনা তৈরি করে।

  • কোনো শ্রমিক যদি জানান যে কোনো কাজ তার জীবন বা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক, তাহলে মালিক তাকে সেই কাজ করতে বাধ্য করতে পারবেন না।

উদ্বেগ প্রকাশ ব্যবসায়ীদের

এর আগে ২০ জন শ্রমিকের সমর্থনে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ রাখা নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছিলেন।
২৮ অক্টোবর সাত ব্যবসায়ী সংগঠনের নেতারা এক সংবাদ সম্মেলনে বলেন—

  • এতে শিল্পে অন্তর্দ্বন্দ্ব বাড়বে,

  • উৎপাদন ব্যাহত হবে,

  • দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে।

তৈরি পোশাক প্রস্তুতকারক মালিকদের সংগঠন বিজিএমইএ একই ধরনের আপত্তি জানিয়েছিল এক সংবাদ সম্মেলনে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!