1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

রায়েরবাজারে ১১৪ অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্তে সিআইডির মরদেহ উত্তোলন শুরু

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী ১১৪ অজ্ঞাত শহীদের পরিচয় শনাক্ত করতে রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৭ ডিসেম্বর) সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে এ উত্তোলন কার্যক্রম শুরু হয়।

এক মিডিয়া ব্রিফিংয়ে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেন, এখানে যারা নাম–পরিচয়হীন অবস্থায় শায়িত আছেন, তাদের পরিচয় তখন যাচাই করা হয়নি। এখন তাদের পরিচয় উদঘাটন করা জাতির প্রতি দায়িত্ব—আজ সেই মহান কাজের সূচনা হলো।

তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর)–এর মাধ্যমে আর্জেন্টাইন ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার ঢাকায় এসে পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। গত ৪০ বছরে তিনি ৬৫টি দেশে এ ধরনের অপারেশন পরিচালনা করেছেন। এ বিষয়ে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে এবং অজ্ঞাত শহীদের পরিবার আবেদন করায় আদালতের নির্দেশে এ কাজ শুরু হয়েছে।

ইতোমধ্যে ১০ জন পরিচয় শনাক্তের জন্য আবেদন করেছেন জানিয়ে সিআইডি প্রধান বলেন, ধারণা করা হচ্ছে ১১৪ জনের চেয়েও বেশি শহীদের দেহ এখানে রয়েছে; প্রকৃত সংখ্যা লাশ উত্তোলনের পর জানা যাবে।

তিনি আরও জানান, মরদেহগুলোর পোস্টমর্টেম, ডিএনএ নমুনা সংগ্রহ ও ডিএনএ প্রোফাইল তৈরি শেষে ধর্মীয় সম্মান বজায় রেখে পুনঃদাফন করা হবে। শহীদদের পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ হস্তান্তর করা হবে। সিআইডির হটলাইন নম্বর প্রকাশ করা হবে, যাতে যে কেউ যোগাযোগ করতে পারেন।

এ সময় আর্জেন্টিনার আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার বলেন, তিনি গত তিন মাস ধরে সিআইডির সঙ্গে কাজ করছেন। আন্তর্জাতিক ফরেনসিক মানদণ্ড অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!