আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এর অংশ হিসেবে আজ সোমবার (১৭ মার্চ) ২৭ মার্চের টিকিট বিক্রি হচ্ছে। এবারের ঈদযাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হচ্ছে।
এর আগে, রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি জানানো হয়।
এবার ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। যাত্রীরা শুধুমাত্র অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। ফলে টিকিটের জন্য স্টেশনে ভিড় এড়ানো যাবে এবং যাত্রীরা সহজেই তাদের নির্ধারিত গন্তব্যের টিকিট পেতে পারবেন।