1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

ওমরাহ যাত্রীদের স্বস্তি, নতুন নিয়মে টিকিট সিন্ডিকেট বন্ধ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এখন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে টিকিট বুকিং করতে হবে, যা তিন দিনের মধ্যে ইস্যু না হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অতিরিক্ত দামে গ্রুপ টিকিট বিক্রির সুযোগ বন্ধ করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

তিনি আজ শুক্রবার কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, কক্সবাজারে সম্প্রীতির আবহ রয়েছে, যেখানে সাম্প্রদায়িক কোনো নৈরাজ্য নেই। নতুন মডেল মসজিদ এই ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ মসজিদে একসঙ্গে ১১০০ জন পুরুষ নামাজ আদায় করতে পারবেন। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা, অযুখানা, গাড়ি পার্কিং, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা, পাঠাগার, ইসলামিক ফাউন্ডেশনের অফিস ও ইমাম প্রশিক্ষণের সুযোগ রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মডেল মসজিদ প্রকল্পের প্রকল্প পরিচালক শহীদুল আলমসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকার ৯,৫০০ কোটি টাকা ব্যয়ে সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে, যার মধ্যে ইতোমধ্যে সাড়ে তিন শ’টির নির্মাণ সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট