বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আজ সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরন আনন্দ শোভাযাত্রা, যা সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে শাহবাগ, রমনা ও টিএসসি এলাকা ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হয়।
এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”, যা প্রতিফলিত হয়েছে রঙিন মুখোশ, বিশালাকার পাপেট, লোকজ প্রাণী, পাখি ও বিচিত্র শিল্পকর্মে। তবে সব কিছুর মধ্যেও “ফ্যাসিস্ট-এর মুরাল” ছিল এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ। দর্শনার্থী মুরালটির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন এবংসেই সাথে ফ্যাসিস্ট এর প্রতি ঘৃণা পোষণ করেন।
হাজারো মানুষ ঐতিহ্যবাহী পোশাক, মাথায় ফুলের মালা পরে অংশ নেন শোভাযাত্রায়। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও ছিলেন এই প্রাণবন্ত আয়োজনে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এক অংশগ্রহণকারী বলেন, “প্রতিবারই কিছু না কিছু ব্যতিক্রম থাকে, কিন্তু এবার ‘ফ্যাসিস্ট-এর মুরাল’ দেখে সত্যিই আলোড়িত হয়েছি। শিল্পের মাধ্যমে প্রতিবাদ এমনই হওয়া উচিত।”
পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাজধানীর রমনা বটমূলে ছায়ানট আয়োজন করে বর্ষবরণের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে নতুন বছরের আগমনের আনন্দ ভাগাভাগি করেন শিল্পীরা।
রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশালসহ দেশের প্রায় প্রতিটি জেলায় স্থানীয় প্রশাসন ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে বের করা হয় বৈশাখী শোভাযাত্রা ও নানা অনুষ্ঠান। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর।
নতুন বছরকে বরণ করে নিতে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছে জনজীবন। বাংলা নববর্ষ ১৪৩২ হোক আনন্দ, প্রতিবাদ, ঐক্য ও সংস্কৃতির বার্তা নিয়ে আগামীর পথে।