1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:১০ অপরাহ্ন

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান হাইকোর্ট বিভাগ থেকে অপসারণ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৬) অনুযায়ী এই অপসারণ কার্যকর করা হয়েছে।

বৃহস্পতিবার, ২২ মে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, ২১ মে বিচারপতি দিলীরুজ্জামানকে হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১৬ অক্টোবর বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানসহ ১২ জন বিচারপতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের ছুটিতে পাঠান এবং হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ থেকে বিরত রাখেন।

বিচারপতি দিলীরুজ্জামান ২০১৮ সালের ৩১ মার্চ হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে, ২০২০ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট