
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকার তুরনিপাড়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন— ফেনী ফুলগাজী থানার উত্তর আনন্দপুর দুলা মিয়া মজুমদার বাড়ির মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালী কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. আরমান হোসেন (১৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। পরে বাসটি উল্টে গিয়ে বিপরীতমুখী লেনে পড়ে। এ সময় ঢাকা অভিমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে থাকা উপ-পরিদর্শক মো. ফজলুর রহমান জানান, দুর্ঘটনায় বাসের দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply