রাজধানীর জাতীয় শহীদ মিনার ও শাহবাগ এলাকায় আজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুটি বড় রাজনৈতিক সমাবেশ। একটি আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), অন্যটি বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। এসব কর্মসূচিকে ঘিরে শাহবাগ, মৎস্য ভবন, সায়েন্স ল্যাব, দোয়েল চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। আয়োজক দল দুটি এ নিয়ে নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে।
‘নতুন বাংলাদেশ’-এর ইশতেহার ঘোষণা করবে এনসিপি
আজ বিকেল ৪টায় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ‘নতুন বাংলাদেশ’ গঠনের রূপরেখা ও ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। শনিবার এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।
নাহিদ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা ৫৯টি জেলায় পদযাত্রা করেছি এবং মানুষের মতামতের ভিত্তিতে নতুন রাষ্ট্র ভাবনা তৈরি করেছি। শহীদ মিনার থেকেই আমরা সেই রূপরেখা তুলে ধরব।”
তিনি আরও বলেন, “আমরা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, গণপরিষদ গঠন, বিচার সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাব। তরুণদের জন্য অর্থনীতি, প্রশাসন ও আইনশৃঙ্খলা খাতে সংস্কার প্রস্তাবও থাকবে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “৫ আগস্টের মধ্যে সরকার যদি জুলাই সনদের বিষয়ে সুরাহা করে, তবে তা জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখানো হবে।”
ছাত্রদলের সমাবেশে থাকবেন তারেক ও ফখরুল
অপরদিকে শাহবাগে আয়োজিত ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল জানান, “সমাবেশের মঞ্চ তৈরি হবে শাহবাগ থেকে বাংলা মটর পর্যন্ত, এবং তিনটি গুরুত্বপূর্ণ মোড়ে নেতাকর্মীরা অবস্থান নেবেন। কয়েক লাখ মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
তিনি জানান, “জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।”
জনদুর্ভোগ নিয়ে আগাম দুঃখপ্রকাশ
ঢাকাবাসীর দুর্ভোগ সম্পর্কে সচেতনতা জানিয়ে ছাত্রদল এক বিবৃতিতে বলেছে, “প্রথমে শহীদ মিনারে সমাবেশের পরিকল্পনা থাকলেও এনসিপির অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে আনা হয়েছে। কর্মদিবসে এমন জনসমাগম দুর্ভোগ সৃষ্টি করতে পারে—জেনেও রাজনৈতিক দায়বদ্ধতা থেকে আমরা এ কর্মসূচি পালন করছি। এজন্য নগরবাসীর কাছে আমরা আগাম দুঃখ প্রকাশ করছি।”