
যশোর উপশহরের কলেজ ছাত্র তানজিন আল সাকিব আলভী এক যুগ আগে খুন হওয়ার পরও তার পরিবার ন্যায়বিচার পায়নি। হত্যায় জড়িত অভিযুক্তদের মধ্যে কয়েকজন এলাকায় এখনও প্রকাশ্যে থেকে মাদক ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত রয়েছেন। আলভীর কয়েকজন বন্ধু তাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তথ্য মতে, ২০১২ সালের ৩০ অক্টোবর নিজ এলাকায় তানজিন আল সাকিব আলভী নৃশংসভাবে খুন হন। এ ঘটনায় তার পরিচিত প্রতিপক্ষরা জড়িত বলে তখন প্রচার হয়। এফ ব্লকের জুলফিকার আলীর ছেলে আলভী যশোর শিক্ষাবোর্ড কলেজের ছাত্র ছিলেন। পড়াশুনার পাশাপাশি তিনি অসৎ সংঘে মিশে প্রতিপক্ষের রোষানলে পড়েন। মোবাইল ছিনতাইয়ের একটি ঘটনায় বিরোধ চরমে ওঠে এবং স্থানীয় কয়েকজন আলভীকে মারপিট ও হত্যার হুমকি দেয়।
এক পর্যায়ে ২০১২ সালের ৩০ অক্টোবর ঢাকা থেকে আসা সেলিম নামের এক বন্ধুর সঙ্গে আলভী ঘুরতে বের হন। এস ব্লক ও সেক্টর এলাকার মাঝামাঝি স্থানে স্থানীয় একটি চক্র তাদের ধাওয়া করে। সেলিম পালিয়ে আত্মরক্ষা করলে আলভীকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ তথ্য অনুযায়ী, শেখহাটি, এস ব্লক ও এফ ব্লকের কয়েকজন এই ঘটনায় জড়িত ছিলেন। পরিবারের পক্ষ থেকে একটি মামলা দেওয়া হলেও এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও ন্যায়বিচার মেলেনি।
আলভীর কয়েকজন বন্ধু অভিযোগ করেছেন, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ এখনও এলাকায় প্রকাশ্যে থেকে মাদক ব্যবসা চালাচ্ছেন, উঠতিদের নষ্ট করছেন এবং এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। তারা দাবি করেছেন, ওই চক্রের ব্যাপারে খোঁজখবর নেওয়া এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রয়োজন। ভয়ভীতির কারণে কেউ অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলেও তারা জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply