
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫ জন। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি ভোটগ্রহণ বুথ স্থাপন করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে বুথ রাখা হয়েছে।
ভোটগ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। প্রতিটি কেন্দ্রে পৃথকভাবে ভোট গণনা সম্পন্ন করে সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করবেন। পরে সকল কেন্দ্রের ফলাফল সমন্বয় করে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।
নির্বাচন কমিশন আরও জানায়, ভোট গণনা প্রক্রিয়া লাইভ দেখানো হবে। ফেসবুকে ভোট গণনার লাইভ সম্প্রচার করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, নির্বাচনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সঙ্গেও আলোচনা সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, কেবল অনুমোদিত ব্যক্তি, ভোটার, শিক্ষক এবং নির্বাচন কাজে নিয়োজিত বিশেষভাবে অনুমোদিত ব্যক্তিরাই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এ জন্য নির্ধারিত পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে জকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, আনসার ও র্যাব সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply