1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

নিজ দায়িত্বে ব্যানার ফেস্টুন অপসারণ করলেন হান্নান মাসউদ

মাহিদুল ইসলাম হিমেল, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নিজ উদ্যোগে নিজ পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছেন।

তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অংশ হিসেবে তিনি এ কার্যক্রম পরিচালনা করলেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে হাতিয়ার ওছখালী বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অভিযান উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে হান্নান মাসউদ জানান, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একজন প্রার্থী হিসেবে আইন মেনে নির্বাচন করার ক্ষেত্রে তিনি কোনোরূপ আপস করতে চান না। তাই নিজ নামে ছাপানো সব ধরনের প্রচার সামগ্রী তিনি ব্যক্তিগত খরচে অপসারণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দলীয় কর্মী ও সমর্থকদের ৪৮ ঘণ্টার মধ্যে পুরো এলাকায় আইনবহির্ভূত সব ব্যানার–ফেস্টুন সরিয়ে ফেলার কঠোর নির্দেশনা দেন।

হান্নান মাসউদ বলেন, নির্বাচন কমিশনের বিধি-নিষেধ মেনে চলা শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, এটি প্রতিটি প্রার্থীর নৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, পরিচ্ছন্ন নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তিনি শুরু থেকেই জিরো-টলারেন্স নীতি অনুসরণ করবেন এবং অন্য প্রার্থীদেরও একইভাবে আইন মেনে চলার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ, হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা, এনসিপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতারা এবং স্থানীয় পর্যায়ের অসংখ্য কর্মী-সমর্থক।

তাদের প্রত্যাশা, এ উদ্যোগ হাতিয়ায় একটি সুষ্ঠু ও সহনশীল নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!