বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫০ দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ প্রকাশিত তালিকায় বাংলাদেশ রয়েছে ৪৭তম স্থানে, যেখানে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও পেছনে ফেলেছে।
তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি।
তালিকা তৈরিতে যেসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে:
বৈশ্বিক নীতিনির্ধারণী ভূমিকা
অর্থনৈতিক ও সামরিক প্রভাব
পররাষ্ট্রনীতি ও সামরিক বাজেট
আন্তর্জাতিক মিত্রতা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতা
নেতাদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল ভারত (১২তম) এই তালিকায় রয়েছে। পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ তালিকায় জায়গা পায়নি।