1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

পুলিশের মারণাস্ত্র ব্যবহার নিষিদ্ধ ও র‌্যাব পুনর্গঠন ঘোষণা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫

সোমবার (১২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

পুলিশের মারণাস্ত্র নিষিদ্ধ

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। যাদের হাতে রয়েছে, সেগুলোও ফেরত দিতে হবে। আমরা একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে, পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকতে পারবে না। অস্ত্র শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের হাতে থাকবে, কারণ তাদের কাজ অন্যান্য পুলিশের থেকে কিছুটা ভিন্ন।”

র‌্যাব পুনর্গঠন

সভায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠন নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা র‌্যাবের কাঠামোগত সংস্কারের দিকনির্দেশনা দেবে।

গার্মেন্টস শ্রমিকদের বেতন ও নিরাপত্তা

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা ঈদের আগে পরিশোধ করতে হবে। তবে অবৈধ কোনো দাবি বরদাশত করা হবে না। এ ধরনের দাবির ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

গরুর হাট ও যাত্রী নিরাপত্তা

  • গরুর হাটের নিরাপত্তা: চাঁদাবাজি বন্ধে প্রতিটি গরুর হাটে ১০০ জন আনসার সদস্য মোতায়েন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

  • নিরাপদ যাত্রা: ঈদের সময় যাত্রীরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেজন্য রাস্তায় চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট