
ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট ও আশপাশের কয়েকটি জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। বাংলাদেশের পাশাপাশি ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকাতেও এর কম্পন অনুভূত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য এই ভূকম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্প টের পাওয়ার কথা জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের সময় ঘরে থাকা অনেকেই আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছিল এবং কিছু ঘরের জানালা ও সিলিং ফ্যান কেঁপে উঠেছিল।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে তথ্য জানায়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply