
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. নাজমুল ইসলাম তালুকদার জানান, দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে; অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এ রায়ের ফলে এখন পর্যন্ত ছয়টি মামলায় এই দম্পতির মোট ১৭ বছর কারাদণ্ড হলো।
২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে ইভ্যালি। তারা গাড়ি, মোটরসাইকেল, আসবাবপত্র, স্মার্ট টিভি, ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিনের মতো পণ্য অর্ধেক দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে অনলাইনে ব্যাপক সাড়া ফেলে। চটকদার অফারের প্রলোভনে পড়ে অসংখ্য ক্রেতা অগ্রিম টাকা দিয়ে পণ্য অর্ডার করেছিলেন—পরে বেশি দামে বিক্রি করে লাভের আশায়। কিন্তু মাসের পর মাস অপেক্ষা করেও অধিকাংশ ক্রেতা পণ্য পাননি, এমনকি অগ্রিম দেওয়া টাকাও ফেরত মেলেনি।
একপর্যায়ে ক্রেতা ও সরবরাহকারীদের কাছে ৫৪৩ কোটি টাকার দায়ে পড়ে ইভ্যালি। এ নিয়ে দেশে ব্যাপক আলোচনা ও বিক্ষোভ শুরু হয়। ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে ইভ্যালিসহ আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়। রাসেল ও শামীমার বিরুদ্ধে দায়ের হওয়া অসংখ্য মামলার মধ্যে এটি ছিল তাদের বিরুদ্ধে দেওয়া রায়গুলোর একটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply