1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

যশোরে দুই মাসে চুরি হওয়া ৫২ মোবাইল ও প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

যশোরে জুন ও জুলাই মাসে চুরি হওয়া ৫২টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া দুই লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করেছে যশোর জেলা পুলিশ।

সোমবার জেলা পুলিশের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এসব টাকা ও মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেন পুলিশ সুপার রওনক জাহান।

জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি টিম টানা দুই মাস দিনরাত কাজ করে এই সফলতা অর্জন করে।

এ ছাড়া, পুলিশ আটটি ইমো আইডি ও ১৫টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার, অস্ত্র ও আসামি আটক, রিয়াল প্রতারক চক্র শনাক্ত এবং উদ্ধার অভিযানও চালিয়েছে।

অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান বলেন, “ডিজিটাল ডিভাইস ও সোশ্যাল মিডিয়ার ব্যবহারে আমাদের আরও সচেতন হতে হবে। সামান্য অসতর্কতায় বড় ধরনের আর্থিক ও ব্যক্তিগত ক্ষতি হতে পারে।”

তিনি সকলকে প্রযুক্তি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!