
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে রাজধানীর শাহবাগ মোড় থেকে অবস্থান পরিবর্তন করেছে ইনকিলাব মঞ্চ।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, তারা শাহবাগ মোড় থেকে সরে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। পরে দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শহীদ ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের দাবিতে তারা দেশের জনতাকে শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছে। গতকাল শুক্রবার থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছে এবং বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply