মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ক্রিকেটার সেজে দেশটিতে প্রবেশের চেষ্টা করায় ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১৮ মার্চ) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ প্রবেশের চেষ্টা করার সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।
ভুয়া পরিচয়ে প্রবেশের চেষ্টা
মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, আটক ব্যক্তিরা প্রতারণার উদ্দেশ্যে ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হন। তারা একটি নকল কাগজও উপস্থাপন করেন, যেখানে বলা হয়, তারা পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে এসেছেন।
তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা যাচাই-বাছাই করে দেখতে পান, উল্লিখিত তারিখে (২১ থেকে ২৩ মার্চ) কোনো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনই নেই, অর্থাৎ কাগজটি সম্পূর্ণ ভুয়া।
সতর্কতা ও আইনি ব্যবস্থা
একেপিএস কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ক্রীড়া ভিসার অপব্যবহার করে অবৈধ প্রবেশ বা মানব পাচারের উদ্দেশ্যে কেউ প্রতারণা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা আরও জানান, আটক ব্যক্তিরা একজন স্পন্সরকে তাদের গ্যারান্টর হিসেবে পাওয়ার চেষ্টা করছিলেন। তবে সেই স্পন্সর দাবি করেন, তিনি ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছুই জানেন না এবং শুধুমাত্র কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।
পরবর্তীতে তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, এই বাংলাদেশিরা প্রকৃতপক্ষে কোনো ক্রিকেটার নন। তারা একটি সিন্ডিকেটের অংশ, যারা অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।