1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া রয়েছে

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশে ব্যবসার দারুণ সম্ভাবনা রয়েছে। এই ব্যবসা কেবল বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বজুড়ে নতুন নতুন সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্রঋণ একটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল, আজ তা আমেরিকার অন্যতম বড় ব্যবসায় রূপ নিয়েছে।”

ড. ইউনূস আরও বলেন, “যদি আমরা সত্যি সত্যি দুনিয়াকে বদলাতে চাই, তাহলে ব্যবসাই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা এক ধরনের স্বর্গীয় অনুভূতি।”

তিনি বর্তমান সভ্যতার সমালোচনা করে বলেন, “বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী। তবে আমরা চাইলে কার্বন নিঃসরণ ছাড়াই একটি নতুন সভ্যতা গড়ে তুলতে পারি।”

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা আর সরকারের দিকে তাকিয়ে থাকবে না। এখন থেকেই নতুন বিশ্ব গড়ার উদ্যোগ নিতে হবে।”

তিনি মনে করেন, বাংলাদেশে ব্যবসা করা মানে শুধু এই দেশে বিনিয়োগ নয়, বরং তা বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হয়ে ওঠা।

উল্লেখ্য, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন ৭ এপ্রিল শুরু হলেও, আজ ৯ এপ্রিল ড. ইউনূস আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট