1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

ছয়টি দুর্বল ব্যাংক একীভূত করে সরকারের অধীনে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নানা অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির কারণে দুর্বল হয়ে পড়া ছয়টি বেসরকারি ব্যাংককে একীভূত করে সাময়িকভাবে সরকারের মালিকানায় নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুলাইয়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর এ তথ্য জানান।

যে ছয়টি ব্যাংককে একীভূত করা হবে সেগুলো হলো:

  1. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

  2. সোশ্যাল ইসলামী ব্যাংক

  3. ইউনিয়ন ব্যাংক

  4. গ্লোবাল ব্যাংক

  5. এক্সিম ব্যাংক

  6. ন্যাশনাল ব্যাংক

এই ছয়টি ব্যাংকের মধ্যে পাঁচটি দীর্ঘদিন ধরে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। বাকি একটি, ন্যাশনাল ব্যাংক, পরিচালনায় ছিলেন নজরুল ইসলাম মজুমদার

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, “আমরা আশা করছি জুলাইয়ের মধ্যে ব্যাংকগুলোকে সরকারের অধীনে এনে প্রয়োজনীয় মূলধন জোগান দিতে পারব। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে তাদের তারল্য সহায়তা দিয়েছে।”

তিনি আরও জানান, সরকার সাময়িকভাবে এসব ব্যাংকের মালিক থাকবে। পুনর্গঠন প্রক্রিয়া শেষে শেয়ার সাধারণ বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক কৌশলগত বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট