
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পোস্টে তিনি লেখেন, “পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক আগামীকাল ঢাকায় প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।”
এর আগে একই দিন দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানিয়েছিল, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিজেই ঢাকায় আসবেন। তবে পরে ইসহাক দার স্পষ্ট করেন, তার পরিবর্তে স্পিকার সরদার আইয়াজ সাদিক পাকিস্তানের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেবেন।
অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের সরকার ও জনগণের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। তিনি ৩১ ডিসেম্বর (বুধবার) ঢাকা সফরে আসবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply