
বরিশাল–পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুলবাস ও কাভার্ড ভ্যান লরি দুমড়ে-মুচড়ে গেছে। এতে দুই গাড়ির ড্রাইভার ও হেলপারসহ মোট ৪ জন আহত হন।
সোমবার সকাল ৮টার দিকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড ব্রিজের দক্ষিণ পাশে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাগঞ্জ থেকে আসা বরিশাল ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ৫ নম্বর বাসটি শিক্ষার্থী তুলতে রাস্তার পাশে থামানো ছিল। এ সময় পটুয়াখালী দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান লরি দ্রুতগতিতে এসে সামনের দিক থেকে স্কুলবাসটিকে ধাক্কা দেয়। ধাক্কায় বাসটি প্রায় ৫০ ফুট পিছনে সরে যায়।
দুর্ঘটনায় উভয় গাড়ির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। দুই ড্রাইভার হাঁটু ও পায়ে গুরুতর আঘাত পান। তবে বাসে থাকা কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কিত হলেও কেউ আহত হয়নি। পরে শিক্ষার্থীদের অন্য একটি গাড়িতে করে নিরাপদে স্কুলে পাঠানো হয়।
আহত ড্রাইভার ও হেলপারদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাভার্ড ভ্যান লরির ড্রাইভার ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply