1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

হজ ব্যবস্থাপনায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এক এজেন্সি মালিক সৌদি আরবে ৩ হাজার বিড়ি নিয়ে গিয়েছিলেন এবং ফেরার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা পড়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, অনেক এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যক্তি হজ ব্যবস্থাপনার ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার পরিকল্পনা করছে।

তিনি আরও সতর্ক করে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী এজেন্সির সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর উদ্যোগ চলছে এবং গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না। ২০২৬ সাল থেকে সরকার কঠোরভাবে হজ কার্যক্রম মনিটরিং করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!