রাজধানীতে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করার দাবিতে ফ্যাসিবাদবিরোধী গণসমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (৯ মে) দুপুর ২টা ৪০ মিনিটে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।
দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে যোগ দেন। রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে অংশ নিচ্ছেন।
গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়, এবং দলটির প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালান। এরপর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদী কার্যকলাপের অভিযোগ ওঠে এবং তাদের বিচার দাবিতে ছাত্র-জনতা সোচ্চার হয়েছে।
বুধবার রাতে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরদার হয়, এরপর শুক্রবার জুমার পর বড় সমাবেশের ঘোষণা দেন এনসিপির হাসনাত আবদুল্লাহ।