1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

গবাদি পশুর গায়ে এসিড নিক্ষেপ

মো: মুজাহিদুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

ধনাঢ্য খামার মালিকেরা পাঁচটি গরুকে তাদের ঘাস খাওয়ার অপরাধে ব্রিক্সেল এসিড নিক্ষেপ করে। এতে গরুর শরীর থেকে খসে পড়ছে চামড়া যন্ত্রণায় ছটফট করছে ওরা। নির্বাক পশুদের ছটফটানি যেন তাদের নির্মম কাণ্ডকে ধিক্কার জানাচ্ছে। সাধারণ মানুষের টনক নড়লেও নড়ছেন না প্রশাসন।

ঘটনাটি ঘটেছে ঝালকাঠির সদর উপজেলার কেওড়া ইউনিয়ন এর কারুলি গ্রামে। স্থানীয় ধনাঢ্য জাফর আহমেদের জমিতে গরুগুলো প্রবেশ করলে তার কর্মচারী এতোয়ার ও রিমন ভিক্সেল স্প্রে নিক্ষেপ করে গরুর শরীরে। এতে দেখা দেয় গভীর ক্ষত ও যন্ত্রণা। এ বিষয়ে গরুগুলির মালিক আব্দুল হালীম ও মইনুল ইসলাম জানান আমরা গরীব মানুষ তাদের ক্ষমতা ও প্রভাবের সামনে আমরা অসহায়। যদিও তারা ঘটনার স্বীকার করেছে তবে একে ভুল বলে মেনে নিয়েছেন। নিক্ষেপ কারীর দাবি তারা বারবার নিষেধ করেছেন যে গরুগুলোকে না ছেড়ে দিতে এবং হুমকি দিয়েছেন যে গরুগুলো চলে আসলে তারা এসিড নিক্ষেপ করবে তবুও তারা শুনেননি। গরুগুলোকে ছেড়ে দিয়েছেন।

দোষী ব্যক্তি

তারা আরো বলেন গরু গুলোকে বারবার আটকে রাখা হয়েছে এবং বাড়ি গিয়ে ওয়ার্নিং দিয়ে আসা হয়েছে কিন্তু তারা শুনেননি। জাফর আহমেদের পক্ষের লোকেরা দোষী নির্বাচন করতে নারাজ। এতে এলাকাবাসীর জনপ্রতিনিধিরা এবং প্রশাসনিক কর্মকর্তারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। ঝালকাঠি সদরের নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানিয়েছেন প্রয়োজনীয় তদন্ত করে তিনি যথাযথ ব্যবস্থা নিবেন।

প্রশাসনিক অবহেলা দেখা দিলে প্রয়োজনে রাস্তায় নামতে প্রস্তত স্থানীয় জনগণ। এমন অমানবিক কাজ কিছুতেই মেনে নেয়া যায় না

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট