
সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কর্তৃক চালানো ভয়াবহ ড্রোন হামলায় ৪৩ শিশুসহ অন্তত ৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৮ জন। শুক্রবার (৫ ডিসেম্বর) এক সরকারি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সুদানি কর্তৃপক্ষ।
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পশ্চিম সুদানের কালোগি শহরে আরএসএফের ড্রোন থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এগুলো একটি শিশুশিক্ষা প্রতিষ্ঠান (কিন্ডারগার্টেন), একটি হাসপাতাল এবং ঘনবসতিপূর্ণ residential এলাকায় আঘাত হানে। নিহতদের মধ্যে চারজন নারীও রয়েছেন।
প্রথমদিকে রাজ্য সরকার আটজনের মৃত্যুর কথা জানালেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৭৯ জনে পৌঁছায়। সরকার এই হামলাকে আরএসএফ-সমর্থিত সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থের ‘জঘন্য অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি আরএসএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও তাদের মিত্রদের জবাবদিহির আওতায় আনার দাবি জানায়।
এদিকে ইউনিসেফ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে শিশুদের অধিকারের ভয়াবহ লঙ্ঘন বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ৫ থেকে ৭ বছর বয়সী ১০ জনেরও বেশি শিশু রয়েছে।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply