1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে জামায়াত মনোনীত দুই প্রার্থীর নেতৃত্বে ৮ হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা

নিতাই চন্দ্র, রিপোর্টার, নোয়াখালী
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) এবং লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত-ই-ইসলামী মনোনীত দুই সংসদ সদস্য প্রার্থীর উদ্যোগে পৃথক দুটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে অনুষ্ঠিত এ শোভাযাত্রাগুলোতে প্রায় আট হাজার মোটরসাইকেল অংশ নেয়। অংশগ্রহণকারীরা নিজস্ব খরচে শোভাযাত্রায় যোগ দেন।

লক্ষ্মীপুর-৪: হাফিজ উল্লাহর ৬০ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ থেকে ‘দাঁড়িপাল্লায় ভোট চাই’ এবং ‘পরিবর্তনের পথে অগ্রযাত্রা’ স্লোগান নিয়ে শোভাযাত্রা শুরু করেন এআর হাফিজ উল্লাহ। শোভাযাত্রা বেলা সাড়ে ১২টার দিকে ৬০ কিলোমিটার দূরের রামগতি বাজারে গিয়ে শেষ হয়।
এ শোভাযাত্রায় প্রায় ৫ হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে সংগঠনের পক্ষ থেকে জানা গেছে।

লক্ষ্মীপুর-৩: রেজাউল করিমের ১৫ কিলোমিটারের শোভাযাত্রা
একই সময়ে লক্ষ্মীপুর জেলা শহরের ইটেরপুল এলাকা থেকে শুরু হয় ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী মুহাম্মদ রেজাউল করিমের শোভাযাত্রা। ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রা চন্দ্রগঞ্জ বাজারে শেষ হয়।
এ শোভাযাত্রায় অংশ নেয় প্রায় তিন হাজার মোটরসাইকেল।

নেতাকর্মীদের স্বেচ্ছায় অংশগ্রহণ
জামায়াতে ইসলামীর কর্মী নেওয়াজ শরীফ ও আবু রায়হান জানান, রামগতি থেকে তোরাবগঞ্জ পর্যন্ত যাতায়াতসহ শোভাযাত্রায় অংশ নেওয়ার সব খরচ অংশগ্রহণকারীরাই ব্যক্তিগতভাবে বহন করেছেন।

দুটি আসনেই পুরো নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেন, যা অঞ্চলজুড়ে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!