1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করে নিয়ে গিয়েছে (বিএসএফ)

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মেহেরপুরের কুতুবপুর সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কুতুবপুর মাঠে ঘাস কাটার সময় ভারতের ৫৬ ব্যাটালিয়নের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

আটক ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৮)। তিনি কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে।

ইকবালের স্ত্রী ফেরদৌসি আরা জানান, সকালে মাঠে ধান লাগানোর কাজ করে তিনি বাড়ি ফেরেন। দুপুরে খাওয়া-দাওয়া শেষে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটতে কাটতে অসাবধানতাবশত সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তাকে ধরে বেধড়ক মারধর করে এবং ক্যাম্পে নিয়ে যায়। এখনো তাকে ফেরত দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানালেও শুরুতে বিএসএফ কোনো সাড়া দেয়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান জানান, ইকবাল হোসেন ১৩২/১৫-আর সীমান্ত পিলারের কাছে কুতুবপুর মাঠ এলাকায় ঘাস কাটার সময় বিএসএফ সদস্যদের হাতে আটক হন। বর্তমানে তিনি ভারতের হাতিশালা ক্যাম্পের হেফাজতে সুস্থ ও স্বাভাবিক আছেন।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ইকবাল হোসেনকে ফেরত দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!