1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

কান চলচ্চিত্র উৎসবে আদনান আল রাজীবের ‘আলী’, বিয়ের পরেই জীবনের বড় স্বীকৃতি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

১৩ বছরের সম্পর্কের পর এ বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর বিয়ের দুই মাসের মাথায় আদনান পেলেন ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বীকৃতি—তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ জায়গা করে নিয়েছে ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে।

এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কান উৎসবের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হলো। আদনান একে জীবনের স্বপ্নপূরণ বলে উল্লেখ করে বলেন, “বিয়ের পর মনে হচ্ছে ভাগ্য খুলে গেছে, স্ত্রীই আমার লাকি চার্ম।”

‘আলী’ ১৫ মিনিট দৈর্ঘ্যের একটি গল্পচিত্র, যেটি ৪,৫০০ ছবির মধ্যে থেকে নির্বাচিত হয়েছে বলে জানান তিনি। ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ১৩ মে, চলবে ২৪ মে পর্যন্ত। শিগগিরই উৎসবে অংশ নিতে ঢাকা ছাড়বেন আদনান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট