মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতে বাংলাদেশে নতুন করে গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সোমবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব শেখ আবু তাহেরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নতুন ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, The International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর Section 6-9 এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়েছে।
নতুন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি জনাব নজরুল ইসলাম চৌধুরীকে। এছাড়া, সদস্য পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব মোঃ মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ জনাব নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এছাড়া, বিদ্যমান ট্রাইব্যুনালকে পুনর্গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হিসাবে গণ্য করা হয়েছে। এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে থাকছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদার এবং সদস্য হিসেবে বিচারপতি মোঃ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জনাব মোঃ মোহিতুল হক এনাম চৌধুরী।