1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

জাতীয় সনদ তৈরিই লক্ষ্য: জাতীয় ঐকমত্য কমিশন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামী বাংলাদেশের জন্য একটি পথরেখা তৈরি এবং একটি জাতীয় সনদ প্রণয়নই কমিশনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা চালিয়ে গিয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে এবং এরই অংশ হিসেবে একটি নির্বাচনও অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এসব কথা বলেন তিনি।

আলোচনায় নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুল চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। আলোচনা সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!