1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ মে ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

মেট্রোরেল কর্মীদের কর্মবিরতি: পুলিশের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

মেট্রোরেল কর্মীরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, ফলে আজ সোমবার (১৭ মার্চ) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে এমআরটি পুলিশের সদস্যরা মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঘটনার বিবরণ

রোববার (১৬ মার্চ) বিকেল সোয়া ৫টায়, ঢাকা মেট্রোরেলের সিআরএ কর্মীরা কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তোলেন। অভিযোগ অনুযায়ী, দুইজন নারী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করেন এবং সঠিক পরিচয়পত্র ছাড়া পেইড জোন থেকে বের হওয়ার চেষ্টা করেন। দায়িত্বপ্রাপ্ত সিআরএ কর্মীরা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে, পুলিশ সদস্যরা উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরে আরও কয়েকজন পুলিশ সদস্য এসে সিআরএ কর্মীদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে এক কর্মীকে কাঁধে বন্দুক দিয়ে আঘাত করা হয় এবং আরেকজন টিএমওকে গুলি করার হুমকি দিয়ে মারধর করা হয়। উপস্থিত স্টেশন কর্মী ও যাত্রীরা তাদের সাহায্য করেন, তবে ঘটনাটি অত্যন্ত গুরুতর ও অনাকাঙ্ক্ষিত।

কর্মীদের দাবি

এই ঘটনার প্রতিবাদে ডিএমটিসিএল কর্মীরা ছয়টি দাবি উত্থাপন করেছেন:
১) ঘটনার মূল হোতা এসআই মাসুদসহ জড়িত সকল পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
2) মেট্রোরেল ও এর কর্মীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন করতে হবে।
3) এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে।
4) স্টেশন কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
5) স্টেশনে অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া কেউ যাতে পেইড জোনে প্রবেশ না করতে পারে, তা নিশ্চিত করতে হবে।
6) আহত কর্মীদের চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট