ফিলিস্তিনের গাজাজুড়ে ফের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা মঙ্গলবার (১৮ মার্চ) এই তথ্য জানিয়েছে। তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে বলা হয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে গাজাজুড়ে বিমান হামলা শুরু করেছে।
চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।
ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, বিমান হামলায় হামাসের কমান্ডার ও রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলের সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র আন্দোলনের জ্যেষ্ঠ ব্যক্তিদের টার্গেট করেই এই হামলা চালানো হয়েছে।
এদিকে, আলোচনা ব্যর্থ হওয়ার পর হামলা আবার শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়eli প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।