1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ভ্যানের সংঘর্ষে নিহত ৩

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্স ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ দুর্ঘটনা ঘটে।

ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটির সঙ্গে সংঘর্ষ হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনার পরপরই ঝিকরগাছা থানা ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট