1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তায় ২০ লাখ ইউরো বরাদ্দ দিল ইইউ

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জুলাই অভ্যুত্থানের সহিংসতায় আহত ব্যক্তিদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার (১৯ মার্চ) চালু হওয়া এই প্রকল্পটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে বাস্তবায়িত হবে। এতে আট হাজার ব্যক্তিকে সহায়তা দিতে বাংলাদেশ সরকার কাজ করবে।

ইইউ দূতাবাস জানিয়েছে, ‘দ্য পাথওয়েজ টু হিলিং: এ সারভাইভার সেন্ট্রেড অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস’ প্রকল্পে ২০ লাখ ইউরো বরাদ্দ করা হয়েছে। ২০২৬ সালের আগস্টের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে। তবে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজন মনে করলে প্রকল্পটি আরও চালিয়ে নেওয়া হবে।

ইইউ দূতাবাস আরও জানায়, জুলাই-আগস্টের সহিংসতায় আহতদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক সংহতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়াতে এই সহায়তা দেওয়া হবে। প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে বাস্তবায়িত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট