1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: নিহত ২, আহত ১০

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) এবং বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক এবং গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা আব্দুল সালাম গ্রুপের লোকজন ইউপি মেম্বার সামসুল গ্রুপের ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হন। ঈদ উপলক্ষে শুক্রবার ভোরে সালাম গ্রুপের লোকজন এলাকায় ফিরতে চাইলে সামসুল মেম্বারের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রবাসী আমিন মিয়া ও বাশার। সংঘর্ষের ফলে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী উত্তেজনা বিরাজ করে।

সংঘর্ষের খবর পেয়ে সকাল ১০টার দিকে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিলুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আনুষ্ঠানিকভাবে দুজন নিহতের খবর পাওয়া গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!