1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

মার্চের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মার্চের প্রথম ১৯ দিনে দেশে ২২৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৮.৪% বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।

দেশীয় মুদ্রায় রেমিট্যান্সের পরিমাণ ২৭,৪৭৪ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে), অর্থাৎ প্রতিদিন গড়ে এসেছে ১১ কোটি ৮৫ লাখ ডলার।

গত বছরের একই সময়ে ১২৬ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সংশ্লিষ্টরা বলছেন, ঈদ সামনে রেখে প্রবাসীরা বেশি অর্থ পাঠাচ্ছেন, যা রেমিট্যান্স প্রবাহ বাড়িয়েছে। এ ধারা অব্যাহত থাকলে মার্চে নতুন রেকর্ড গড়তে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!