হিথ্রো বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটে ১৬,৩০০-এর বেশি বাড়ি ও বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।
ফ্লাইটরাডার টুয়েন্টিফোর জানিয়েছে, এক হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত বা বাতিল হতে পারে, এরই মধ্যে ১২০টি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।
লন্ডন ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে কাজ করছে, স্থানীয়দের জানালা-দরজা বন্ধ রাখতে ও এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ততম এই বিমানবন্দরের বন্ধ হয়ে যাওয়া বিশ্বজুড়ে বিমান চলাচলে প্রভাব ফেলবে।